অন্তর্জালে ভাইরাল সালমান খানের ব্যাটিং! টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯ | আপডেট: ১:০৪:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯ সংগৃহীত ছবিগেল বছরটা বলিউড সুপারস্টার সালমান খানের খুব একটা ভালো না গেলেও নতুন বছরে বলিউড ভাইজানের কাছে ভক্তদের প্রত্যাশা অনেক।সালমান-অনুরাগীদের আশা, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ দিয়ে ফের রুপালি পর্দায় তুফান ছোটাবেন এ মহাতারকা। এখন এই ছবির শেষের দিকের শুটিং চলছে।সালমান খান শুটিং সেটের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, কাজের অবসরে ক্রিকেট খেলছেন এ তারকা। শুধু অভিনয়েই পারঙ্গম নন সালমান, ব্যাটসম্যান হিসেবেও যে সেরা, তা দেখা গেল ভিডিওতে। আর এই ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।ইনস্টাগ্রামে শেয়ার করা সালমানের ভিডিওটি এ পর্যন্ত ২৪ লাখের বেশি দর্শক দেখেছেন। তা ছাড়া সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভক্তদের হাত ঘুরছে ভিডিওটি। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘ভারত খেলেঙ্গা’।‘ভারত’ কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক। এতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। আগামী ঈদে পর্দায় উঠবে ছবিটি।সালমান খানের ভক্তদের জন্য বিশেষ বছর ২০১৯। শিগগিরই সুপারহিট ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং শুরু হতে যাচ্ছে। সালমানের ভাই আরবাজ খান এ খবর নিশ্চিত করেছেন।সূত্র: বলিউড বাবল আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?