অবাধে বিক্রি হচ্ছে বিনামূল্যের সরকারি বই ! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ | আপডেট: ১২:৫৮:পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ বিনামূল্যের সরকারি বোর্ডের পাঠ্য বই বিক্রির অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫ বস্তা বই।আজ বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার এই সুপারকে আটক করা হয়।অভিযোগে জানা গেছে, উপজেলার কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্য বই পৌর সদরের কলেজ রোডস্থ ভাঙ্গারী ব্যবসায়ী খাঞ্জা মিয়ার দোকানে বিক্রি করে দেয়। এ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বস্তা নতুন পাঠ্য বই উদ্ধার করে।অভিযানকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার বাকি বিল্লাহ উপস্থিত ছিলেন। আর সরকারি বিনামূল্যের বই বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা সহ মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হালিম ও ক্রেতা খাঞ্জা মিয়াকে আটক করা হয়। এছাড়াও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নিয়ে আসা ৩ হাজার টাকা সুপারের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু নড়াইল সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের জন্য চেম্বার অব কমার্সের হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেনট্রেটর প্রদান