আইএফআইসির ম্যানেজার, আইসিবির এজিএমসহ তিনজন গ্রেফতার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ১২:১৪:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ শেয়ারবাজারে কেলেঙ্কারির মাধ্যমে তিন কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে তাদের মৎস্যভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফারাজি, আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ম্যানেজার মো. আব্দুস সামাদ এবং আইসিবির সহকারী ব্যবস্থাপক (এজিএম-কলাবাগান) মো. এহিয়া মণ্ডল।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, বৃহস্পতিবার ৬ জনের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর ৪৪। মামলার তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। গ্রেফতার তিনজন এই মামলার এজাহারভুক্ত আসামি।মামলার অন্যান্য আসামিরা হলেন- আইসিবির সহকারী ব্যবস্থাপক মো. সামছুল আলম আকন্দ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ধনঞ্জয় কুমার মজুমদার এবং সহকারী মহাব্যবস্থাপক মো. শরিকুল আনাম।মামলার এজাহারে বলা হয়েছে, এই ৬ আসামি পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে আইএসটিসিএল’র ৩ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা আত্মসাতপূর্বক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি করেন। আরও পড়ুন আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা এ সপ্তাহেই