আইপিএল খেলা হচ্ছে না জো রুটের টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ | আপডেট: ৩:০২:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮ আইপিএলের আগামী মৌসুমে খেলতে পারবেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ব্যস্ত আন্তর্জাতিক সূচি সামনে রেখে তাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। এরপর অ্যাশেজ সিরিজ। এজন্যই আইপিএলের ২০১৯ মৌসুমের নিলামে থাকছে না রুট। এ সপ্তাহে বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের হয়ে চুক্তি করেছেন তিনি। ওই টুর্নামেন্টে সাতটি ম্যাচ খেলবেন ইংলিশ অধিনায়ক।ইংল্যান্ডের হয়ে ২৮ টি-টোয়েন্টিতে ১২৮.৫৯ স্ট্রাইকরেটে রান করেছেন রুট। তারপরও ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার।আইপিএলেও গত মৌসুমে রুটকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। ২০১৯ মৌসুমে নিলামে নামই থাকবে না তার।ইসিবি মনে করছে, আইপিএলের চিন্তা না থাকলে আন্তর্জাতিক সূচির জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করতে পারবেন রুট। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি