আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির আদেশ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ | আপডেট: ৯:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ নিম্ন মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষকদের এমপিওভুক্তির অনুমতি দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।১০ অক্টোবর, বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।আদেশে বলা হয়, নিম্ন মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক পদে ২০১২ সালে থেকে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্ত করা যাবে।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০১৮ অনুযায়ী শূন্য পদ পূরণ করতে হবে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা