‘আত্ম-অহংকারে না ভুগে প্রতিশ্রুতির বাস্তবায়ন করুন’ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ মোহাম্মদ নাসিম। ফাইল ছবিমানুষের রায়কে সম্মান জানিয়ে সংসদে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।নাসিম বলেন, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করুন।সরকার বিরোধীদলকে সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।ষড়যন্ত্রকারীরা আবারো নতুনভাবে চক্রান্ত করতে পারে উল্লেখ করে নির্বাচনে বিশাল বিজয়ে আত্ম অহংকারে না ভুগে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে বলে জানান মোহাম্মদ নাসিম। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ