আপিল বিভাগের ৩ বিচারপতির শপথ গ্রহণ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮ শপথ অনুষ্ঠানে আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন : ছবি সংগৃহিতশপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিনজন বিচারক। হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো: নূরুজ্জামান এখন থেকে আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পালন করবেন।সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দীকী ও বিচারপতি মো. নুরুজ্জামান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর আগে সোমবার হাইকোর্ট বিভাগ থেকে এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা