আবারও ক্যাটরিনার প্রেমে মজেছেন সালমান! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৭:৫৯:পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ বলিউড সুপারস্টার সালমান খান আবারও প্রেমে মজেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। গুঞ্জন উঠেছে দুজনে নাকি আবারও পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগাচ্ছেন।পরিচালক আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে এ রোমান্টিক জুটি ইউরোপের দেশ মালটায় এখন শুটিংয়ে ব্যস্ত।সেখান থেকেই বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমান। সালমানের মা সালমা খান ও বোন আরভিরাও সেখানে আছেন। তাদের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।এসব ছবির সঙ্গে আছেন পুরনো প্রেমিকা ক্যাটরিনাও। সালমানের পরিবারের সঙ্গে ক্যাটরিনার এমন ছবি নিয়ে নতুন আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ মনে করছেন ভাঙা প্রেম বুঝি আবারও জোড়া লাগছে। তবে কী আবারও প্রেমের সম্পর্কে জড়ালেন সালমান-ক্যাট?কিছু দিন আগেই এ জুটির ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি বক্স অফিসে সাড়া জাগিয়েছে। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?