আমাকে একদিনের জন্য পেতে ৬৪ কোটির প্রস্তাব দিয়েছিলেন সৌদি রাজপুত্র: কিম কার্দেশিয়ান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯ | আপডেট: ১১:২৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯ কিম কার্দেশিয়ানতার ছবি নেটদুনিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়। নেটিজেনদের মতে বিশ্বের মডেলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীরী আকর্ষণ একমাত্র তারই। তিনি আর কেউ নন, কিম কার্দেশিয়ান।কিম মানেই যৌনতা। কিম মানেই উষ্ণতা। আর তাইতো সব সময় আলোচনায় থাকেন তিনি। সেই কিম এবার তার ভক্তদের জন্য ২০১৮ সালের শেষ দিনে একটি একটি অবাক করা খবর দিলেন। কিম বলেন, সৌদির রাজপুত্র মোহম্মদ বিন সালমান এক দিনের জন্য তার সঙ্গ চয়ে তাকে ৬৪ কোটি টাকা পারিশ্রমিক দেবেন বলে জানিয়েয়েছেন। সম্প্রতি কিমের স্বামী একটি টুইট শেয়ার করেছিলেন যে, তার বেশ কয়েক কোটির দেনা রয়েছে। সেই টুইট প্রিন্সের নজরে পড়তেই তিনি কিমের কাছে এই প্রস্তাব দেন। কিম জানিয়েছেন, তিনি এরকম প্রস্তাব প্রায়ই পান। কিন্তু তাই বলে টাকা দিলেই তাকে পাওয়া যাবে না। তার সঙ্গ পেতে হলে সুন্দর মনও প্রয়োজন। আরও পড়ুন ন্যান্সির ৮ বছরের সংসারের ইতি, সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে শচীনকন্যার যে ভিডিও ভাইরাল