আমার ফেসবুক প্রোফাইল আর আমার হাতে রইল না বুঝি..! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯ | আপডেট: ১১:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯ নিষাদ: মা, তোমার প্রোফাইল পিকচারটা ভালো। কিন্তু একই ছবি বেশিদিন রাখতে হয় না।আমি: কেন বাবা!নিষাদ: অন্যরা বোর হবে মা…আমি: তাইলে তুমিই একটা ছবি বের করে দাও। ওটাই প্রোফাইলে দিব।ল্যাপটপ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর এই ছবিখান মনে ধরল তার!নিষাদ: এই ছবিটা দিতে পারো মা। ভালোই আছে। (আমার ফেসবুক প্রোফাইল আর আমার হাতে রইল না বুঝি..!)মেহের আফরোজ শাওন (ফেসবুক থেকে সংগৃহীত) আরও পড়ুন মুজিববর্ষে প্রধান মন্ত্রীর বিনামূল্যে বাড়ি উপহার পৃথিবীতে এক অনন্য নজির রাজশাহী কেন গ্রীন সিটি?