একনজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচী টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯ | আপডেট: ৭:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯ ফাইল ছবিআগামীকালই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে আগামী ৫ জানুয়ারি পর্দা উঠছে ষষ্ঠ আসরের। আর এই খেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।আসন্ন বিপিএল ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট) এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)। পাঁচ পর্বের অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকা পর্ব দিয়ে আসরের উদ্বোধনের পর সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও সবশেষে ফের ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে।তাছাড়া এবারের আসরের প্রতি ‘ম্যাচ-ডে’তে দু’টি করে ম্যাচ আয়োজন করা হবে। শুক্রবার ব্যতিত দিনের প্রথম খেলা দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে যেখানে রাতের খেলাটি শুরু হবে সন্ধ্যা ৫.২০ মিনিট থেকে। আর ছুটির দিন শুক্রবারে দিনের প্রথম খেলা দুপুর ২টায় এবং রাতের খেলা সন্ধ্যা ৭টায়।বিপিএল-২০১৯ এর পূর্ণাঙ্গ সূচী:প্রথম ধাপ, ঢাকা পর্ব৫ জানুয়ারি: রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস, সময় ১২টা ৩০৫ জানুযারি: ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস, সময় ৫টা ২০৬ জানুয়ারি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সিক্সার্স, সময় ১২টা ৩০৬ জানুয়ারি: খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স, সময় ৫টা ২০৮ জানুযারি: ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স, ১২টা ৩০৮ জানুযারি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, ৫টা ২০৯ জনুয়ারি: সিলেট সিক্সার্স-চিটাগাং ভাইকিংস, ১২টা ৩০৯ জানুয়ারি: খুলনা টাইটান্স-রাজশাহী কিংস, ৫টা ৩০১১ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, ২টা১১ জানুয়ারি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, ৭টা১২ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-খুলনা টাইটান্স, ১২টা ৩০১২ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স, ৫টা ২০১৩ জানুয়ারি: রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, ১২টা ৩০১৩ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫টা ৩০দ্বিতীয় ধাপ, সিলেট পর্ব১৫ জানুয়ারি: খুলনা টাইটান্স-রাজশাহী কিংস, ১২টা ৩০১৫ জানুয়ারি: সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৫টা ২০১৬ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস, ১২টা ৩০১৬ জানুয়ারি: সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স, ৫টা ২০১৮ জানুয়ারি: সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটস, ২টা১৮ জানুয়ারি: খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৭টা১৯ জানুয়ারি: সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০১৯ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-খুলনা টাইটান্স, ৫টা ২০তৃতীয় ধাপ, ঢাকা পর্ব২১ জানুয়ারি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস, ১২টা ৩০২১ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-চিটাগং ভাইকিংস, ৫টা ২০২২ জানুয়ারি: খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০২২ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৫টা ২০২৩ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, ১২টা ৩০২৩ জানুয়ারি: খুলনা টাইটান্স-সিলেট সিক্সার্স, ৫টা ২০চতুর্থ ধাপ, চট্টগ্রাম পর্ব২৫ জানুয়ারি: সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, ২টা২৫ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-রংপুর রাইডার্স, ৭টা২৬ জানুয়ারি: সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স, ১২টা ৩০২৬ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস, ৫টা ২০২৮ জানুয়ারি: খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১২টা ৩০২৮ জানুয়ারি: ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স, ৫টা ২০২৯ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১২টা ৩০২৯ জানুয়ারি: রংপুর রাইডার্স-রাজশাহী কিংস, ৫টা ২০৩০ জানুয়ারি: চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস, ১২টা ৩০৩০ জানুয়ারি: সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস, ৫টা ২০শেষ ধাপ, ঢাকা পর্ব০১ ফেব্রুয়ারি: ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ২টা০১ ফেব্রুয়ারি: চিটাগং ভাইকিংস-সিলেট সিক্সার্স, ৭টা০২ ফেব্রুয়ারি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স, ১২টা ৩০০২ ফেব্রুয়ারি: ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স, ৫টা ২০এলিমিনেটর/কোয়ালিফায়ার/ফাইনাল পর্ব০৪ ফেব্রুয়ারি: এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল), ১২টা ৩০০৪ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার-১ (পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় দল), ৫টা ২০০৬ ফেব্রুয়ারি: কোয়ালিফায়ার-২ (কোয়ালিফায়ার-১ পরাজিত-এলিমিনেটর জয়ী), ৫টা ২০০৮ ফেব্রুয়ারি: ফাইনাল (কোয়ালিফায়ার ১ ও ২ জয়ী দল), ৫টা ২০০৯ ফেব্রুয়ারি: রিজার্ভ ডে (ফাইনাল)। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি