‘এটা ছিল পলিটিক্যাল টেক্সটবুক ক্লিনিং’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮ ফাইল ছবি২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার এ হামলা হত্যাকান্ড পরিচালিত হয়েছিল।’তিনি বলেন, ‘এই ঘৃণ্য হত্যাকান্ডের বিচারের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো’। ইনু বলেন, এটা ছিল একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য টেক্সটবুক পলিটিক্যাল ক্লিনিং।এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ হামলা হত্যাকান্ড পরিচালিত হয়েছিল।তারা বলেন, এই ঘৃণ্য হত্যাকান্ডের বিচারের ম্যধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ