এনগেজমেন্টে যে পোশাকে নাচলেন প্রিয়াংকা (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ | আপডেট: ১২:৫৪:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮ টিবিটি বিনোদন: বিয়ে করতে যাচ্ছেন দেশি গার্ল। হবু বর বিদেশি হলেও দেশীয় রীতিতে বাগদান করেছেন প্রিয়াংকা চোপড়া।শনিবার সকালে মুম্বাইয়ে প্রিয়াংকার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছে।আশির্বাদ অনুষ্ঠানে ‘পাঞ্জাবি কুড়ি’র বেশে শালোয়ার কুর্তা পরে পুজায় বসেছিলেন প্রিয়াঙ্কা। ভারতীয় রীতি মেনে পুজায় বসেছিলেন নিক জোনাসও। রোকা অনুষ্ঠানে ভারতীয় পোশাকে দেখা যায় নিকের বাবা-মাকেও।নিকের মা ডেনিস মিলার জোনাস যে লকনৌ চিকনের কাজ করা শালোয়ার কামিজ পরেছিলেন তা হবু বৌমা প্রিয়াঙ্কাই পছন্দ করে কিনেছেন।শনিবার রাতে প্রিয়াঙ্কা-নিকের এনগেজমেন্ট উপলক্ষ্যে পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছিল জমকালো পার্টি। যে পার্টিতে হাজির ছিলেন চোপড়া ও জোনাস পরিবারের সদস্যর এবং প্রিয়াঙ্কার কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।নিজের এনগেজমেন্ট পার্টিতে বেশ মাস্তিতেই ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পার্টিতে অনুষা দান্ডেকরসহ অন্যান্য বন্ধুদের সঙ্গে নাচতেও দেখা যায় তাকে। চোপড়ার সেই নাচের ভিডিও ধারণ করেন নিক জোনাসকে। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?