এবারের ঈদের সেরা ১০ নাটক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ৫:৩৮:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ টিবিটি বিনোদনঃ প্রতিবারের মতো এবারের ঈদেও টিভি অনুষ্ঠানমালার মূল আকর্ষণ ছিল নাটক। কিছু নাটকের গল্প ছিল মানুষের মুখে মুখে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে সেগুলো নিয়ে হয়েছে তুমুল আলোচনা। কয়েকটি নাটক আর টেলিফিল্ম নিয়ে দর্শকদের বাড়তি উন্মাদনাও দেখা গেছে।আজ থাকছে তেমনই কয়েকটি নাটক-টেলিফ্লিমের কথা…১. কলুর বলদ-২ গল্প: মেজবাহ উদ্দিন সুমন পরিচালনা: সাজ্জাদ সুমন অভিনয়ে: রিয়াজ, ফারহানা মিলি, দিলারা জামান২. পাতা ঝরার দিন গল্প ভাবনা: আদনান আল রাজীব পরিচালনা: রেদওয়ান রনি অভিনয়ে: হাসান ইমাম, বন্যা মির্জা, ঈশিতা, মৌসুমী হামিদ৩. আয়েশা গল্প: আনিসুল হক পরিচালনা: মোস্তফা সরয়ার ফারুকী অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তিশা৪. বিনি সুতোর টান রচনা ও পরিচালনা: শিহাব শাহীন অভিনয়ে: অপূর্ব, আয়াশ, হাসান ইমাম, লায়লা হাসান, জাকিয়া বারী মম৫. বিথীর বানান ভুল ছিলো গল্প: মাহতাব হোসেন পরিচালনা: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাফা কবির৬. শোক হোক শক্তি রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান অভিনয়ে: আফরান নিশো, নাদিয়া খানম, মেহজাবীন৭. সোনালী ডানার চিল পরিচালনা: আশফাক নিপুণ অভিনয়ে: রাইসুল ইসলাম আসাদ, মেহজাবীন চৌধুরী৮. লালাই গল্প: আনিসুর বুলবুল চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ্ অভিনয়ে: আফরান নিশো, তানজিন তিশা৯. ভাগের মা রচনা: বৃন্দাবন দাস পরিচালনা: দীপু হাজরা অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি১০. সিনেমা সিনেমা খেলা চিত্রনাট্য: শাহাদাত রাসেল পরিচালনা: মাহমুদ দিদার অভিনয়ে: অ্যালেন শুভ্র, নীলাঞ্জনা নীলা, শহীদুজ্জামান সেলিম আরও পড়ুন এবার মেট্রোরেলের ডিপোতে ‘ইত্যাদি’ যে কারণে গরু দেখলেই ভয় পান জোভান