এবার উপস্থাপনায় পরিমনি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ৬:২৮:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ চলচ্চিত্র অঙ্গনে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরিমনি। ইতিমধ্যে তিনি সারা দেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। যেহেতু পরিমনি টিভি মিডিয়াতে খুব বেশি কাজ করেন না। তাকে দর্শকরা চলচ্চিত্র মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে দেখতে পান না।তবে এবারের ঈদে তাকে দেখা যাবে ভিন্ন রূপে। তিনি এ পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছেন সেইসব সিনেমার নায়কদের নিয়ে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি পর্বে একজন করে নায়ক উপস্থিত থাকবেন এবং পরিমনি নিজেই সঞ্চালকের ভূমিকা পালন করবেন। কথা হবে সেই সিনেমার নানা বিষয় নিয়ে। আমার নায়কের অতিথিরা হলেন জায়েদ খান, সায়মন সাদিক, রোশান, ইয়াশ রোহান, আরজু অনুষ্ঠানটির প্রযোজনায় কামরুজ্জামান রঞ্জু। এস এ টেলিভিশনে প্রচার ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে আরও পড়ুন সৃজিতই আমাকে প্রথম মেসেজ পাঠান: বাঁধন ববির ‘বিজলি-টু’ আসছে