এবার তেলকে অস্ত্র বানাচ্ছে ইরান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ | আপডেট: ২:৪২:অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮ ইরানের বিরুদ্ধে আসন্ন মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বিখ্যাত হেজ ফান্ড এ সতর্কবার্তা দিয়েছে।আগামী ৪ নভেম্বর থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে দ্বিতীয়দফা নিষেধাজ্ঞা আরোপ করবে। আমেরিকা বলছে, সেই নিষেধাজ্ঞা এত কঠোর হবে যে, তার ফলে ইরান বিশ্বের কোথাও জ্বালানি তেল বিক্রি করতে পারবে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি তেলের শূন্যস্থান পূরণ করবে সৌদি আরব। এজন্য দেশটি প্রতিদিন বাড়তি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে।তবে জ্বালানি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ট্রাম্পের এ বক্তব্য সঠিক নয়। কারণ এটা এক কাপ কফি অর্ডার করা নয়; কেউ চাইলেই এক কাপ কফির মতো ২০ লাখ ব্যারেল তেলের অর্ডার দিতে পারে না।গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এরপর গত ৬ আগস্ট ইরানের বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপ করেন। এর প্রভাবে এরইমধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ৭৮ ডলার ছাড়িয়েছে। আরও পড়ুন দেশে করোনায় মৃত্যু হার ভারতের চেয়ে বেশি: কাদের ৫ আগস্টের পর কি লকডাউন উঠে যাবে? যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী