এবার মুখ খুললেন বরুণ ধাওয়ান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ১:৫০:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটির মাধ্যমে বলিউডের রুপালি পর্দায় অভিষেক ঘটে বরুণ ধাওয়ানের। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই তারকাকে। বলিউড কিং শাহরুখ খানের সাথে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। সেখানে তার নায়িকা ছিলেন কৃতি স্যানন। তবে এই সময়ে ক্যারিয়ারের চেয়ে বেশি আলোচিত তিনি প্রেম নিয়ে।অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তার প্রেম ও প্রেমিকা নিয়ে নানা কথা। এবার তিনি নিজেই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন। প্রায় সময়ই একটি মেয়েকে সাথে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বা পার্টিতে হাজির হতে দেখা যায় বরুণকে। মেয়েটির নাম নাতাশা দালাল। আর সেই মেয়েটিই বরুণের প্রেমিকা বলে জানালেন এ নায়ক। বরুণ বলেন, খুব ছোটবেলা থেকেই প্রণয়ের শুরু নাতাশার সঙ্গে। তিনি বলেন, আমার প্রথম প্রেম বলিউড হলেও, দ্বিতীয় প্রেম নাতাশা। আর শুধু তাই নয় নাতাশার কথাতেই বাদলাপুর, অক্টোবর ও সুঁই দাঘার মতো ছবিগুলোতে অভিনয় করতে রাজি হয়েছিলাম আমি। মুক্তির অপেক্ষায় আছে বরুণ ও আনুশকা অভিনীত ছবি ‘সুঁই দাঘা’ ছবিটি। এটি আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। সেই ছবির একটি প্রচারণা অনুষ্ঠানেই এসব কথা জানান বরুণ। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?