এবার সেই গোপন অস্ত্র প্রদর্শণ করল হিজবুল্লাহ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ | আপডেট: ১:৩২:অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮ টিবিটি অন্তর্জাতিক: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রথমবারের মতো তাদের খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।২০০৬ সালের সেই যুদ্ধের দ্বাদশ বার্ষিকীতে হিজবুল্লাহ গত রোববার চারটি খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। দক্ষিণ লেবাননের ম্লিতা যাদুঘরে ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।২০১২ সালে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য হিজবুল্লাহ খায়বার-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। খবর আনাদোলুর।খায়বার-১ ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ৯১৬ কেজি, সাত মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্রটি ৪৪ থেকে ৭৫ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।ইহুদিবাদী ইসরাইল বার বার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। ইসরাইলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।হিজুল্লাহও বলেছে, ভবিষ্যতে ইসরাইল কোনো রকম আগ্রাসনের চিন্তা করলে তারা হিজবুল্লাহর জবাবে বিস্মিত হবে। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর