ঐতিহাসিক সেই নীল গাড়িতে মাহাথির-সুলতান ইব্রাহিম টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ | আপডেট: ১১:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ আজ (১০ ডিসেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ জোহর প্রদেশের বর্তমান সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সাথে সাক্ষাৎ করেছেন। আর সেখানেই ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনার ৷জহুর প্রদেশের সুলতান আতিথেয়তার এক ভিন্ন নজির স্থাপন করলেন। সাক্ষাৎ শেষ করে ফেরার পথে সুলতান ইব্রাহিম তার বাবার ৩৪ বছরের পুরনো “প্রোটোন-১” সাগা মডেলের প্রথম সংস্করণের গাড়িতে করে জহুর বারুর ইস্তানা বুকেট সেরেইন থেকে প্রধানমন্ত্রীকে সিনাই বিমান বন্দরে নিয়ে যান।এ সময় ২০ কিলোমিটার পথ সুলতান ইব্রাহিম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। আর তার পাশের সিটে বসা ছিলেন বিশ্বের অন্যতম প্রবীণ সরকারপ্রধান মাহাথির মোহাম্মদ ৷মূলত, ৩৪ বছর আগে ১৯৮৫ সালে বর্তমান সুলতানের বাবা মৃত সুলতান ইস্কানদারকে মাহাথির মোহাম্মদ তার প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার স্বরুপ প্রদান করেছিলেন এ গাড়িটি ৷প্রোটোন সাগা কোম্পানীর প্রথম সংস্করণের গাড়িটির রেজিষ্টেশন নাম্বার “প্রোটোন-১” এবং প্রথম সংস্করণে তৎকালীন বাজার মূল্য ছিলো ১৭ হাজার রিঙ্গিত! এটি ছিলো মালয়েশিয়ার তৈরি প্রথম জাতীয় গাড়ি এবং প্রোটনের ফ্যাগশিপ মডেলের গাড়ি। প্রোটোন -১ ছিলো ম্যানুয়াল ট্রান্সমিশন যার ওডোমিটার প্রায় ২২ হাজার কিলোমিটার।৩৪ বছরের পুরনো মালয়েশিয়ার প্রথম উৎপাদিত এবং একাধারে সুলতানকে উপহার দেয়া গাড়িটিতে ২০ কিলোমিটার যাত্রাপথে আবেগপ্রবণ হয়ে পড়েন ড. মাহাথির ৷ আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল