ঐশ্বরিয়ার আকাশছোঁয়া মূল্যের ৫টি জিনিস টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ | আপডেট: ৯:২৮:পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ ছবিঃ সংগৃহীতএখনও ৪৫ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্যে মাত বলিউড। তবে শুধু সৌন্দর্য নয়, তিনি খুব শৌখিন দ্রব্য ব্যবহার করেন, এমন খবরও রয়েছে টিনসেল টাউনে।এবেলা পত্রিকার খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়ার সম্ভারেই রয়েছে ৫টি আকাশছোঁয়া মূল্যের জিনিস।দেখে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কী কী—১. একমাত্র মেয়ে আরাধ্যর জন্মদিনে ঐশ্বরিয়া রাই তাকে একটি গাড়ি উপহার দেন। এই অডি এ৮এল গাড়িটির দাম ১.১২ কোটি টাকা।২. বলিউডে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে অন্যতম রাজকীয় বিয়ে। শুধু তাই নয়, সাবেক মিস ওয়ার্ল্ডের বিয়ের পোশাক ও গয়নার দামও ছিল আকাশছোঁয়া। বিয়ের শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা।৩. বিয়ের আংটির দাম ৫০ লক্ষ টাকা।৪. অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার একটি বাড়ি রয়েছে দুবাইতে। দুবাইয়ের স্যাংচুয়ারি ফলস ও জুমেরিয়া গলফ এস্টেটের কাছে এই বাড়ির দাম ১৫.৬ কোটি টাকা।৫. মুম্বাইয়ের বান্দ্রাতেও কার্লা আবাসনেও একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বচ্চন-বধুর। পাঁচটি বেডরুমের এই ফ্ল্যাটের দাম ২১ কোটি টাকা। আরও পড়ুন পর্ন ভিডিওতে কাজ করা দোষের নয়, বললেন সালমানের প্রাক্তন প্রেমিকা রাজ কুন্দ্রার কোম্পানি থেকে পদত্যাগ করলেন শিল্পা?