ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানালেন তারকারা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ | আপডেট: ৯:১৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯ একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো একবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।টানা চতুর্থবারের মতো একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি। শপথ নেয়ার পর মঙ্গলবার কর্মস্থলে যান ওবায়দুল কাদের। তার কর্মস্থলে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ তারকারাও।মঙ্গলবার ওবায়দুল কাদেরকে ফুলের তোড়া উপহার দেন সংগীতশিল্পী রফিকুল আলম, দিনাত জাহান মুন্নি, এসডি রুবেল, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শাহনূরসহ অনেকে।আর তারকাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন ওবায়দুল কাদের। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ