করোনায় একদিনে আরও ১৮৭ জনের মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১ | আপডেট: ৫:১৮:অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৮৫ জনের।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ শনাক্ত ঢাকায় ৭৫ এবং খুলনায় ৪৪ জন।এর আগে, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। আরও পড়ুন দেশে একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যুর রেকর্ড করোনায় দেশে আরও ২২৮ জনের মৃত্যু