কেরালায় বন্যা: গর্ভবতীকে যেভাবে উদ্ধার করল নৌ বাহিনী (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ৪:৫৮:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ কেরালার বন্যায় অন্তত তিনশ ২৪ জনের মৃত্যু হয়েছে। ত্রাতা হিসেবে বহু মানুষের জীন বাঁচাচ্ছে ভারতের নৌ বাহিনী! তবে দু’জনের প্রাণ যেভাবে নৌ বাহিনী বাঁচিয়েছে, তা রীতিমতো চমকে যাওয়ার মতো।সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি দেখলে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা।বাড়ির চার পাশে পানি। কোনো দিকে যাওয়ার রাস্তা নেই। বাধ্য হয়ে ছাদে উঠে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা। তাকেই উদ্ধার করেছে নৌ বাহিনী। গোটা উদ্ধারকাজের ভিডিও ধারণ করা হয়েছে।সেই ভিডিও টুইটারে পোস্টও করা হয়েছে। সঙ্গে রয়েছে বিবরণ। হেলিকপ্টারে তোলার আগে তার শারীরিক পরীক্ষাও করা হয়। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শুধু এটা নয় গোটা ত্রিপুরা জুড়েই উদ্ধার কাজে গতি আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই ১৯২৪ সালের পর কখনো এত বৃষ্টি দেখেনি কেরালা।দেখুন সেই ভিডিও … আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল