কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ | আপডেট: ৮:৫৪:পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ জাবি শাখার নেতাকর্মীর।বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহসড়কে অবস্থান নেয় ১০-১৫জন শিক্ষার্থী। এর ফলে রাস্তার দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।এ সময় জাবি শাখার ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এর আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কোটা বঙ্গবন্ধু দিয়েছেন। এই কোটা যদি বাতিল করা হয় তাহলে বঙ্গবন্ধুকে অবমাননা করা হবে। এই কোটা মুক্তিযোদ্ধাদের সম্মান। তাই এই কোটা বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে হবে।’তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর উপহার দেয়া ৩০ শতাংশ কোটা পুর্নবহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ আরও পড়ুন করোনায় জাবি অধ্যাপকের মৃত্যু বরেণ্য সংগীত শিল্পী ফকির আলমগীর-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ