গাজীপুরে প্রাইভেটকারে আগুন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৩:৪৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় শনিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এসময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, শ্রীপুর উপজেলার জৈনা বাজার থেকে নিজের প্রাইভেটকার ড্রাইভিং করে জয়দেবপুর যাচ্ছিলেন ব্যবসায়ী মেহেদি হাসান।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে গেছে।প্রাইভেটকারে আগুন লাগার কারণে সড়কের উভয় পাশে যানজট দেখা দেয়। আরও পড়ুন শ্রীপুরে ছিনতাইকারীর ছুরির আঘাতে বিকাশ দোকানীর মৃত্যু নাগরপুরে পুত্রবধূ ধর্ষণ চেষ্টা মামলায় শ্বশুর গ্রেফতার