চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত; ৪টি গ্রুপ অব ডেথ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ২:৪২:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ চলতি মাসেই শুরু হয়েছে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। ইতোমধ্যে মাঠে গড়িয়েছে ইপিএল, লা লিগা, সিরিআ, বুন্দেস লিগাসহ বড় বড় সব লিগ। তবে ইউডেরো সবচেয়ে আকর্ষনীয় লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগই শুরু হয়নি। অপেক্ষায় ছিল চ্যাম্পিয়নস লিগের ২০১৮-১৯ মৌসুম মাঠে গড়ানোর।তার আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। আগামী মাসের ১৮ তারিখে বার্সেলোনা ও পিএসভি আইন্দহোভেনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নতুন মৌসুম।মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের জমকালো ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার কাকা ও উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড দিয়াগো ফোরলেন। চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণকারী ৩২টি দলকে ৮টি গ্রুপে বিন্যস্ত করা হয়েছে।ড্রয়ের আগ পর্যন্ত সবার কথা ছিল এবার কয়টি দল গ্রুপ অব ডেথ এ পড়বে? ড্র শেষে দেখা যাচ্ছে আটটি গ্রুপের চারটিতেই জায়ান্ট দলের ছড়াছড়ি অর্থাৎ গ্রুপ অব ডেথ চারটি।গ্রুপ অব ডেথ চারটি হলেও সবচেয়ে বেশি বিপদে বর্তমান সময়ের সেরা দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব।আসুন দেখে নেই ড্রয়ের পর গ্রুপ পর্বে দলগুলোর অবস্থানগ্রুপ এ: অ্যাথলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মোনাকো ও ক্লাব ব্রুগ। গ্রুপ বি: বার্সেলোনা, টটেনহাম, পিএসভি ও ইন্টার মিলান। গ্রুপ সি: প্যারিস সেইন্ট জার্মেই, নাপোলি, লিভারপুল ও ক্রেভেনা ভেজদা। গ্রুপ ডি: লোকোমোটিভ মস্কো, পোর্তো, শালকে ০৪ ও গ্যালাতাসারাই। গ্রুপ ই: বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স ও এইকে। গ্রুপ এফ: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, অলিম্পিক লিওন ও হফেনহেইম। গ্রুপ জি: রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকেএ মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেন গ্রুপ এইচ: জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া ও ইয়ং বয়েজ। আরও পড়ুন সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারাল ব্রাজিল ‘মেসির ১০ নম্বর জার্সি পরে আর কেউ খেলবে না’