ছবি তুলতে ব্যস্ত মা, শিশু পড়ে গেল সাগরে; অতঃপর… টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ | আপডেট: ৭:০১:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১ বাল্টিক সাগরের সেতুর ওপর শিশুকে বসিয়ে মা ছবি তুলছিলেন। ঠিক সেসময়ই শিশুটি পড়ে যায় সাগরের পানিতে। মা ও শিশু এখন হাসপাতালে।ডয়চে ভেলের প্রতিবেদনে জানা যায়, জার্মানির উজেডোম দ্বীপের সিনোভিটস ব্রিজে বৃহস্পতিবার বাচ্চাকে বসিয়ে ছবি তোলার সময় ব্রিজ থেকে শিশুটি পানিতে পড়ে যায়। শিশুটি সাগরে পড়ে যাওয়ার সাথে সাথে মাও পানিতে ঝাঁপ দেন এবং পায়ের গোড়ালিতে প্রচণ্ড আঘাত পান। উদ্ধারকারীদের আন্তরিক চেষ্টায় মা ও শিশুকে উদ্ধার করা হয়। খবরটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।পুলিশ জানিয়েছে শুক্রবার, শিশুটি বাল্টিক সাগরে বেশ কয়েক মিটার গভীর পানিতে ডুবে গিয়েছিলো। তবে তুলনামূলকভাবে পানির গভীরতা সেখানে কম ছিল। মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারা এখন শঙ্কামুক্ত। আরও পড়ুন এক ঘুমে হারিয়ে গেলো বিশ বছর! জিন্স প্যান্ট পরায় ভারতে কিশোরীকে পিটিয়ে হত্যা