ছাত্রের প্রশ্নে বিরক্ত হয়ে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯ সংগৃহীতশিক্ষামন্ত্রীকে এক ছাত্রের প্রশ্ন, ‘পড়াশোনার খরচ চালাতে পারছি না। কিন্তু সরকারও সাহায্য করছে না। এখন কী করা উচিত?’ হলরুম ভর্তি ছাত্রদের সামনে এমন প্রশ্নে বেশ বিব্রতকর অবস্থায় পড়েন মন্ত্রী।ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অমরাবতীতে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মুহূর্তটি ভিডিও করছিলেন যুবরাজ দাবাদ নামের আরেক ছাত্র। ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তার সহপাঠীর প্রশান্ত রাঠৌরের প্রশ্ন শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়েকে অস্বস্তিতে ফেলে দেয়। এ সময় বিব্রত মন্ত্রীকে ফ্রেমবন্দী করেন যুবরাজ। এতে আরো বিরক্ত হয়ে মন্ত্রী তাকে ভিডিও ক্যামেরা বন্ধ করতে বলেন। কিন্তু তারপরও সে ভিডিও বন্ধ না করায় যুবরাজকে একপর্যায়ে গ্রেপ্তারের নির্দেশ দেন ক্ষুব্ধ মন্ত্রী।এরপর পুলিশ এসে যুবরাজকে ধরে নিয়ে যায়। তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে শ্বাসানোর পর ভিডিও করা মোবাইল ফোনটিও কেড়ে নেয়া হয়। ঘটনাটি সামাজিকমাধ্যমে ফাঁস হলে ভাইরাল হয়ে যায়। অনেকেই এতে বিজেপি সরকারের ওই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় রাজ্য সরকারের জোটসঙ্গী শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকর পর্যন্ত প্রতিবাদ জানান। এ নিয়ে রাজ্যজুড়ে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল