ছুরি পিছলে আহত ৮০ মৌসুমী কসাই টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ | আপডেট: ১১:১৮:পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৮ ছুরি পিছলে ৮০ পেশাদার-অপেশাদার কসাই হাসপাতালে। কোরবানির ঈদে সবারই মাংস কাটার বিনিময়ে কিছু অর্থ পাওয়ার আশা থাকে, পেশাদার হোক আর অপেশাদার। আর এই কাজ করতে গিয়ে মৌসুমী কসাইদের আহত হয়ে আসতে হয় হাসপাতালে। তবে চিকিৎসক বললেন, বেশিরভাগই আহত হয়েছেন পশু জবাইয়ের সময় ছুরি ফঁসকে।বুধবার ঢামেকের জরুরি বিভাগ থেকে জানা গেছে ৮০ জন আহত হয়েছেন। যারা মূলত গরু জবাইয়ের ক্ষেত্রে অপেশাদার। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে। কিছু রোগীর গরুর লাথিতে হাড় ভেঙে গেছে।জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম আরফ বলেন, সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত গরু জবাই করতে গিয়ে যারা আহত হন, তারা সবাই অপেশাদার। অনেকের হাত-পায়ের রগ কেটে গেছে। আবার গরুর লাথি খেয়ে অনেকের হাড় ভেঙে গেছে। এসব রোগীকে নিটোরে পাঠিয়েছি। ছুরিতে যাদের হাত-পা কেটেছে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আরও পড়ুন বিনা প্রয়োজনে বের হওয়ায় আজও রাজধানীতে গ্রেফতার ৫৬৬ অকারণে বের হয়ে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭