ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ আটক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ৫:০২:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ টিবিটি দেশজুড়েঃ পাবনার সাঁথিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জমির আলী (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার গাঙ্গুহাটি গ্রামে।আতাইকুলা থানা সূত্রে জানা যায়, উপজেলার আর. আতাইকুলা ইউনিয়নের প্রবাসীর কন্যা ও প্রথম শ্রেণির ওই ছাত্রী গতকাল বুধবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী জমির আলীর বাড়িতে যায়।এ সময় বাড়িতে কেউ না থাকায় জমির আলী শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে গেলে জমির আলী পালিয়ে যান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা।শিশুর মা বাদী হয়ে সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানায় অভিযোগ দেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে জমির আলীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।আতাইকুলা থানার (ওসি) মাসুদ রানা বলেন , ঘটনাটি জেনেছি। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক