জঙ্গি আস্তানায় অভিযান: চলছে বোমা নিষ্ক্রিয়করণ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ | আপডেট: ১১:১৫:পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে একটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে এ অভিযান শুরু হয়েছে।শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে আস্তানায় প্রবেশ করে সব বোমা একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তা নিষ্ক্রিয় করা হবে।বাড়িটিতে চার থেকে পাঁচটি মরদেহ পড়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে র্যাবের পক্ষ থেকে তা এখনও নিশ্চিত করা হয়নি। বিস্ফোরণে বাড়িটির চালা উড়ে গেছে।র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, কিছুক্ষণের মধ্যে পুরো পরিস্থিতি জানানো হবে।এর আগে তিনি বলেন, ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বাড়ির ভেতরে তল্লাশি করে দেখছে। তল্লাশি শেষ হলে হতাহতের সংখ্যা বলা যাবে।শুক্রবার সকালে র্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।র্যাব জানিয়েছে, চৌধুরী ম্যানশন নামের ওই বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর ছিল র্যাবের কাছে।‘রাতে র্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলি চালানো হয়। তখন র্যাব দূরে সরে আসে। তার পর দীর্ঘ সময় গোলাগুলি চলে। পরে ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফেরণ ঘটে।’বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার কথাও জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক