জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ | আপডেট: ২:৩৯:পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮ জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নিয়োগের পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্রুত ওই পরীক্ষা নতুন করে নিতে রায় দিয়েছেন আদালত। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। গত বছরের ২১শে এপ্রিল অনুষ্ঠিত ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৫ জন পরীক্ষার্থী ওই পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২২শে মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয় আদালত। এ রুল যথাযথ ঘোষণা করে গতকাল এ রায় দেয়া হলো।আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও সুপ্রকাশ দত্ত অমিত। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে সুপ্রকাশ দত্ত সাংবাদিকদের বলেন, গত বছর ২১শে এপ্রিল জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে হাইকোর্টে রিট করেন ১৫ জন পরীক্ষার্থী। আদালত প্রাথমিক শুনানি নিয়ে সে সময় রুল জারি করে। দীর্ঘ শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে রায় দিলো আদালত। রায়ে ওই পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা