জনবল নিয়োগ দিচ্ছে মেট্রোরেল টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ | আপডেট: ২:০৯:অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ জনবল নেবে মেট্রোরেল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে এ প্রতিষ্ঠানে নেবে ১৩০ জন। বিভিন্ন পদে যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।বিভিন্ন ক্যটাগরির এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলো দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে- http://dmtcl.gov.bd/site/notices/74c06ccc-0c7a-495f-a2f5-f6483a570a9c/Recruitment-Circular-08-of-DMTCLআবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে ফরম নামিয়ে তা পূরণ করে ডাকযোগে পঠাতে হবে, http://dmtcl.gov.bd/আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।আবেদনের শেষ তারিখ: আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। আরও পড়ুন ৫৩৮ জনের চাকুরীর সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরে পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ