জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ | আপডেট: ১২:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ ফাইল ছবিএকাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় ঐক্যফ্রন্ট যে সংবাদ সম্মেলন ডেকেছিল তা স্থগিত করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক ড. মেহেদী মাসুদ।তিনি জানান, বিকালে বিএনপি ও ২০ দলের বৈঠক থাকায় আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বেলা ১২টায় ওই সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।প্রসঙ্গত, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যদের এবং সন্ধ্যা ৬টায় একই স্থানে ২০-দলীয় জোট নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ