জামিন পেলেন সেই ভণ্ড গুরু রাম রহিম টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮ গুরমিত রাম রহিম সিং। ছবি: ইন্টারনেটভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং জামিন পেয়েছেন। তার ডেরায় থাকা প্রায় ৪০০ পুরুষের অন্ডকোষ জোর করে কেটে দেওয়ার মামলায় তিনি জামিন পান। তবে মামলার জামিন পেলেও জেল থেকে রেহাই পাচ্ছেন না রাম রহিম। ডেরার দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের তরফ থেকে তাকে ২০ বছরের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। আপাতত সেই শাস্তি বহাল থাকছে।২৩ আগস্ট সিবিআইয়ের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম রহিমের জামিনের আবেদন খারিজ করেছিল। এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই বিচারক জগদীপ সিংয়ের কাছে আবেদন করেন রাম রহিম।পঞ্চকুলা সিবিআই আদালতে রাম রহিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে চার্জশিট দেয়া হয়েছে। তবে আপাতত ৪০০ পুরুষের অণ্ডকোষ কেটে ফেলার অভিযোগের মামলায় তিনি জামিন পেলেন।রাম রহিম দুই ডাক্তারের সঙ্গে মিলে এমন কাজ করতেন বলে অভিযোগ উঠেছিল। আর সেই দুই ডাক্তারের বিরুদ্ধেও মামলা চলছে। আরও পড়ুন মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: মুখ্যমন্ত্রী হিমন্ত পেয়ারা বিক্রি করছেন এএসপি, ছবি ভাইরাল