‘জুম্মন কসাই’ ফারুক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ | আপডেট: ১:২৩:অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ রুক্ষ চুলে পাক ধরেছে। মোটা ভ্রু, মুখে দাড়ি-গোঁফ। তবে উপরের পাটির সামনের একটি দাঁত নেই। আবার হাতে ব্রেসলেট। পরনে গোলাপি রঙের পাঞ্জাবি, গলায় গামছা। এমন সাজপোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।অভিনেতা মীর সাব্বির নির্মাণ করছেন ‘হাম্বা ডট কম’ নাটক। এতে জুম্মন কসাইয়ের চরিত্রে দেখা যাবে ফারুককে। এই চরিত্রের জন্য এমন গেটআপ নিয়েছেন ফারুক।জানা যায়, হাসির এ নাটকে অনলাইনে গরু বিক্রি ও বর্তমান পরিস্থিতি উঠে আসবে। রচনা ও পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মীর সাব্বির। এই পরিচালক বলেন, ‘ঈদের জন্য জুম্মন কসাই এভাবেই আসছে। এটি বিটিভির জন্য তৈরি হচ্ছে।’নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—আ খ ম হাসান, ফারজানা রিক্তা, গুলশান আরা আহমেদ, নুর এ আলম নয়ন, আমিন আজাদ, হাফিজুর রহমান প্রমুখ। আরও পড়ুন এবার মেট্রোরেলের ডিপোতে ‘ইত্যাদি’ যে কারণে গরু দেখলেই ভয় পান জোভান