জুড়ী টু লাঠিটিলা সড়ক বেইলি ব্রিজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ জন দুর্ভোগ চরমে টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯ আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিসড়ক ও জনপথ বিভাগের জুড়ী-লাঠিটিলা সড়কের নয়াবাজার নামক স্থানে শনিবার সকালে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় সকাল থেকে এ সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, সকাল আটটার দিকে বালু ভর্তি একটি ট্রাক অতিক্রমকালে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার ২-৩ ইউনিয়নের ৪-৫ হাজার মানুষ চলাচল করেন। হঠাৎ করে বেইলি ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাচ্ছেন।শনিবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেইলি ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় ভুক্তভোগী লোকজন জানান, সকাল থেকে জনসাধারণ চরম দুর্ভোগ পোহালেও সড়ক ও জনপথ বিভাগের কোন কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক