ঝালকাঠির ২৪৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কোথায়! টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮ | আপডেট: ৬:৫৭:পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮ ফাইল ছবিঝালকাঠির ৩৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৯ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ২ হাজার ৬৭৮ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম।এছাড়া প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ এবং অসুস্থতাসহ বিভিন্ন কারণে দীর্ঘমেয়াদি ছুটিতে রয়েছেন শতাধিক শিক্ষক। ফলে প্রায় ভেঙে পড়েছে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম।জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অনুমোদিত ৫৮৪ পদের মধ্যে কর্মরত আছেন ৩৩৫ জন এবং পদ শূন্য রয়েছে ২৪৯টি।পাশাপাশি সহকারী শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা দুই হাজার ৭৬৯। এর মধ্যে কর্মরত আছেন দুই হাজার ৬৭৮ জন। পদ শূন্য রয়েছে ৯১টি।শহর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষকদের একচ্ছত্র আধিপত্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। নারী শিক্ষকদের পক্ষে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা দুরূহ ব্যাপার বলেও অভিযোগ তাদের।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইয়াদুজ্জামান শিক্ষক সংকটের কথা স্বীকার করে বলেন, সহকারী শিক্ষক নিয়োগের কর্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে। সহকারী শিক্ষক পদের নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। ঈদের পরপরই নিয়োগ দেয়া হবে।প্রধান শিক্ষকের পদ সম্পর্কে তিনি বলেন, পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পাওয়ায় ৯১ জনের পদ পূরণ করা হচ্ছে। বাকি ২৩১টি পদ শূন্য। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে। আরও পড়ুন সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু কমলগঞ্জে বাড়ির উঠানে মাটিতে পুতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার : স্বামী আটক