টানা তৃতীয় বারের মত বিশাল ভোটের ব্যবধানে আ’লীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন বিজয়ী সুনামগঞ্জ-১ আসন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ | আপডেট: ৭:৩৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ মোয়াজ্জেম হোসেন রতন। ফাইল ছবিহাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি: ২২৪নং,সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ ও ধর্মপাশা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মত বিশাল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ ( নৌকার) প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ফের বিজয়ী হলেন।গতকাল রোববার রাতে তিন উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনী এলাকার ১৪৯ কেন্দ্রের নৌকা প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ২৪ ভোট।,তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি (ধানের শীষ) প্রার্থী দু’বারের সাবেক এমপি নজির হোসেন পেয়েছেন ৭৮ হাজার ৯ শত ১৫ ভোট। নৌকা প্রার্থীর সাথে পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৮৫ হাজার ১০৯ ভোট।এদিকে নির্বাচনী এলাকার জামালগঞ্জ উপজেলার যথিন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিপুর নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কোন ভোটই পাননি ধানের শষি প্রার্থী নজির হোসেন। ’প্রসঙ্গত: ২০০৮ , ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় বারের মত এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামীলীগ প্রার্থী মোয়াজ্জোম হোসেন রতন। ’ আরও পড়ুন আফগানিস্তান আমাদের মুসলিম ভাই : তামিম পয়েন্ট টেবিলে বাংলাদেশের উন্নতি