ডলার বর্জনের ডাক দিলেন এরদোগান টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ | আপডেট: ১১:৪৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বিশ্ববাণিজ্যে ডলার বর্জনের ডাক দিয়েছেন। রোববার কিরঘিস্তানের রাজধানী বিশকেক এ তুরস্ক-কিরঘিস্তান ব্যাবসায়ী ফোরামে দেয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান করেন।তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এ সংবাদ প্রকাশ করেছে।ডলারের রাজত্ব শেষ করে দেশগুলোকে স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য করার আহ্বান করেন এরদোগান।বক্তৃতায় এরদোগান আরো বলেন, মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা সুবিধার চেয়ে বিপদে ফেলেছে বেশি। তুরস্কের ওপর আক্রমন এর পরিস্কার উদাহরণ। মুদ্রাবাজার এলোমেলো করে আমেরিকা তুরস্কের শক্ত ও দৃঢ় অর্থনীতিকে দুর্বল করতে চেয়েছে।এরদোগান আরো বলেন, তুরস্কের অর্থনীতি আক্রমণের শিকার হওয়ায় আমরা স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের দিকে আগাচ্ছি।চীন ও রাশিয়ার সাথে মার্কিন ডলার বাদ দিয়ে দেশগুলোর সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার কথা ব্যক্ত করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমাদের সর্বশেষ এই পদক্ষেপ প্রমাণ করবে আমরা সঠিক পথে আছি।এরদোগান বলেন, কিরঘিস্তানের সাথে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের বিষয়টি তুরস্ক বিবেচনায় নিয়েছে।উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ও তুরস্ক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। আমেরিকা তুরস্কের ওপরে নিষেধাজ্ঞা জারি করে এবং তুর্কি স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক দ্বিগুণ করে।ফলে তুর্কি মুদ্রা লিরার দরপতন ঘটে। এতে অল্প সময়ের ব্যবধানে তুরস্কে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট এরদোগান আন্তর্জাতিক ব্যবসায়ীদের মার্কিন ডলারে বিশ্ববাণিজ্য বা লেনদেন বর্জনের ডাক দিলেন। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর