ঢাবিতে আজ ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৩:৩৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ টিবিটি শিক্ষাঙ্গনঃআজ উদ্বোধন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ৭ মার্চ ভবন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় রোকেয়া হলে আসবেন প্রধানমন্ত্রী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ৭ মার্চ ভবন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৭ মার্চ ভবন উদ্বোধন ও প্রধানমন্ত্রীর আগমনকে আনন্দঘন করতে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোকেয়া হলসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণ ও সংশ্নিষ্টদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পর্যন্ত আলপনা আঁকবে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থী সংসদ। আরও পড়ুন পিএসসির যেকোনো পরীক্ষা দিতে হলে করোনার টিকা নিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির আবেদন শুরু