তাজুল ইসলামকে এলজিআরডি মন্ত্রী করায় লাকসাম-মনোহরগঞ্জে আনন্দের বন্যা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ মোঃ তাজুল ইসলাম। ফাইল ছবিকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৯ আসনে পর পর তিনবারসহ চারবারের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম মন্ত্রী হওয়ার খবরে নিজ নির্বাচনী এলাকার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সর্বত্র আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম বর্তমান সরকারের নবগঠিত মন্ত্রী সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পূর্নাঙ্গ মন্ত্রী হওয়ার খবরে আওয়ামীলীগের নেতা কর্মীরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উৎসবে মেতে উঠে।এ সময় একজন আরেকজনকে মিষ্টি খাইয়ে আওয়ামীলীগ অফিসসহ লাকসাম বাজারের অলিতে গলিতে চলে মিষ্টি বিতরনের হিড়িক। প্রথমবারের মতো এ আসনে মন্ত্রী পাওয়ায় দলমত নির্বিশেষে সাধারন মানুষের মাঝে খুিশর অন্ত নেই।মোঃ তাজুল ইসলাম ১৯৯৬ সালে প্রথম বারের মতো এ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। এরপর তিনি ২০০৮, ২০১৪ ও সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী টানা ততৃীয়বারসহ চতুর্থবার এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন।লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের ও যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন জানান, মোঃ তাজুল ইসলাম এলজিআরডি মন্ত্রী হওয়ায় লাকসাম-মনোহরগঞ্জে বিভিন্ন মসজিদে বাদ আসর শোকরানা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। আরও পড়ুন পটিয়ায় করোনা আক্রান্ত রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ কক্সবাজারে পাহাড় ধসে টেকনাফে একই পরিবারের ৫ শিশু এবং মহেশখালীতে এক বৃদ্ধের মৃত্যু