ত্রিপুরায় মাটি ফেটে বের হল লাভার মতো দাহ্য তরল টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ | আপডেট: ৯:৩৯:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮ দাহ্য তরল দেখতে অনেকটা লাভার মতো। এই পদার্থ ঘিরেই চাঞ্চল্য তৈরি হয়েছে ত্রিপুরায়। সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যের জালিফা গ্রামে এই ঘটনাটি ঘটে। যা ঘিরে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আতঙ্কের এই খবর শুনে উদ্বিগ্ন ত্রিপুরা প্রশাসন। কারণ, ত্রিপুরা প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা। এটা সেসমিক জোন ফাইভের মধ্যে পড়ে। এরকম একটি অঞ্চলে এই প্রথম নয়, এ বছর আরও দু’বার এই ধরনের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে, তা আমাদের চট্টগ্রাম সংলগ্ন। এছাড়া এপ্রিলের মাঝামাঝি বৈষ্ণবপুর ও শুনরুমের ঘাগড়াবস্তিতে একই ধরনের ঘটনাটি ঘটেছিল।তখনও মাটির ফাটল থেকে বেরিয়ে এসেছিল লাভার মতো দাহ্য তরল। সঙ্গে বেরিয়েছিল গ্যাস ও আগুন। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যার মাত্রা ডিসেম্বরের ঘটনার পর স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে আরও অনেকটা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার জালিফা গ্রামে বিদ্যুতের খুঁটির নিচ থেকে লাভা বেরতে থাকে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেন। তবে দমকল জল ও ফোম ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ততক্ষণে আশপাশের জমি অনেকটাই পুড়ে যায়।পরে ঘটনাস্থলে যান ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। কীভাবে এই ঘটনা ঘটল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করে নেন তাঁরা।বিজ্ঞানীদের অনুমান, ভূগর্ভে টেকনটনিক প্লেট সরে যাওয়ার জন্য প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হয়েছে। তার জেরেই দাহ্য তরল বেরিয়েছে। যদিও ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার লাভা বেরনো বা অগ্ন্যুত্পাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।কিন্তু ত্রিপুরা সরকার বিষয়টিকে হালকা করে দেখতে নারাজ। ত্রিপুরার বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী সুদীপ রায়বর্মন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। পুরো পরিস্থিতির উপর তাঁরা নজর রেখেছেন। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর