‘দুপুর ঠাকুরপো’র’ অভিনেত্রী মোনালিসার বিছানার ছবি ভাইরাল টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ | আপডেট: ৮:৪৫:পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ ছবিঃ সংগৃহিতবাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র সিজন-২ কাঁপানো অভিনেত্রী মোনালিসা বছরের শুরুতেই ফের একবার ইন্টারনেটে ঝড় তুলেছেন। এবার মোনালিসার বিছানার ছবি ভাইরাল হয়েছে। এই ভোজপুরি অভিনেত্রীর ছবি উত্তাপ ছড়িয়ে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। জি নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন মোনালিসা। যেখানে তাঁকে পশ্চিমা পোশাকে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ফটোশুটের সময় মোনালিসা যখন বিছানায় শুয়ে পোজ দেন এবং সেই ছবি প্রকাশ্যে আসে, তখন তা হু হু করে ভাইরাল হয়ে যায়।আপাতত নজর কাড়ছেন ‘নজর’ নামের এক টেলি-সিরিয়ালে। তারই ফাঁকে এই সুন্দরী ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। ‘দুপুর ঠাকুরপো’-তে শাড়ি পরে হাজির হলেও এখানে তিনি পুরোপুরি পশ্চিমা পোশাকে। View this post on Instagram ??….A post shared by MONALISA (@aslimonalisa) on Dec 5, 2018 at 11:40pm PST আরও পড়ুন বিয়ে নয়, প্রেমেই আস্থা শ্রাবন্তীর! কটাক্ষের মুখে শুভশ্রী