একসঙ্গে চার নবজাতকের জন্ম দিল দুবাই প্রবাসীর স্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮ | আপডেট: ৯:২৫:পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮ টিবিটি মেট্রোঃকুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর গ্রামের দুবাই প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী শাকিলা আক্তার একসঙ্গে চার নবজাতককে জন্ম দিয়েছেন।ওই চার শিশু বর্তমানে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এনআইসিইউতে রয়েছে।গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নীলুফার শামীম আফজার নেতৃত্বে চিকিৎসক টিম সিজারিয়ানের মাধ্যমে চার শিশু ভূমিষ্ঠ করান।এদিকে এনআইসিইউ, ওষুধ ও প্রসূতির চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। চার শিশু ও তাদের মায়ের চিকিৎসায় পরিবারটি এখন বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।নবজাতকদের প্রবাসী বাবা জালাল উদ্দিন মোবাইল ফোনে তার স্ত্রী ও ৪ শিশুসন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আরও পড়ুন বিনা প্রয়োজনে বের হওয়ায় আজও রাজধানীতে গ্রেফতার ৫৬৬ অকারণে বের হয়ে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭