দেশে ফিরেছেন পেসার তাসকিন টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ | আপডেট: ৯:০১:পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮ ফাইল ছবিআফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টুর্নামেন্টে না খেলেই দেশে ফিরে এসেছেন পেসার তাসকিন।সূত্রে জানা গেছে, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। তাকে দেখতেই বুধবার তড়িঘড়ি ঢাকায় চলে আসতে হচ্ছে তাকে। প্রথম সন্তানের মুখ দেখেই এপিএল খেলতে আরব আমিরাতে চলে যান তাসকিন। ৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দুটিতেই হারে কান্দাহার নাইটস।তাসকিন একাদশে ছিলেন না কোনো ম্যাচেই। গতকাল রাতে হঠাৎ খবর পান, স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ।অবশ্য তাসকিনের পরিবার তাকে জানাতে চায়নি রাবেয়ার অসুস্থতার কথা, যাতে টুর্নামেন্টটা নির্বিঘ্নে খেলতে পারেন। কিন্তু স্ত্রীর অসুস্থতার খবরটা শোনার পর থেকেই অস্থির হয়ে পড়েন তাসকিন।আজ বৃহস্পতিবার কান্দাহারের ম্যাচ আছে। দেশে ফিরে আসার কারণে টুর্নামেন্ট খেলার সুযোগই হল না তাসকিনের। আরও পড়ুন আসল পরীক্ষার সামনে দাঁড়িয়ে শামীম ভারতীয় দলে করোনার থাবা, স্থগিত দ্বিতীয় টি-টোয়েন্টি