বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন’ না হলে দেশ স্বীকৃতি পেত না : ড. কামাল টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯ জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে ।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সঙ্কট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ড. কামাল।তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা