দ. কোরিয়ার সঙ্গে মহড়া চালাবে যুক্তরাষ্ট্র টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ | আপডেট: ৬:০০:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮ টিবিটি আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বাতিলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এর আগে দেশটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার এক পর মাস মার্কিনমন্ত্রী এ ঘোষণা দেন।গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। ওই বৈঠকের পর ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া বাতিলের কথা বলেছিলেন।ওই সময় তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় বিরাট অংকের অর্থ খরচ হয় যা যুক্তরাষ্ট্রের জন্য মোটেই লাভজনক নয়। এসব মহড়াকে ট্রাম্প উসকানিমূলক বলেও আখ্যা দিয়েছিলেন।মঙ্গলবার জিম ম্যাটিস বলেন, এর আগে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ যুক্তরাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ মহড়া বাতিল করেছিল। তবে অন্য মহড়াগুলো অব্যাহত রয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এ পর্যায়ে আর কোনো মহড়া বাতিলের পরিকল্পনা আমাদের হাতে নেই। আরও পড়ুন বিজেপিকে আটকাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করল ইকুয়েডর