নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন ৯ আইনজীবী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ | আপডেট: ১১:৪৮:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ ছবিঃ সংগৃহিতটিবিটি রাজনীতিঃআওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন। তাতে ডাক পেয়েছেন ৯ জন আইনজীবী।রোববার প্রকাশিত নতুন মন্ত্রীদের তালিকায় ৬ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী এবং ১ উপ-মন্ত্রী আইন পেশায় জড়িত।এর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন( শিল্প মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রণালয়) এবং নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আনিসুল হক (আইন মন্ত্রণালয় ।প্রতিমন্ত্রী হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়)।উপমন্ত্রী হচ্ছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)। আরও পড়ুন বড় ভাইয়ের দোয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পথে কাদের মির্জা জয়ের জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ