নতুন মন্ত্রীপরিষদে চার নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচন টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভার কেবিনেটে থাকছেন চার নারী সদস্য।রবিবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ খবর জানা গেছে।এই কেবিনেটের চার নারী সদস্য হলেন- শেখ হাসিনা- কেবিনেট বিভাগ, প্রতিরক্ষা, খনিজসম্পদ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; দীপু মনি- শিক্ষা মন্ত্রণালয়; মন্নুজান সুফিয়ান- শ্রম মন্ত্রণালয় এবং হাবিবুন্নাহার- পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।প্রসঙ্গত, সোমবার (৭ জানুয়ারি) শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আরও পড়ুন রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে : আইজিপি শিক্ষা প্রতিষ্ঠানে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনে সরকারি নির্দেশনা